Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা ভোট ও ভাতের জন্য লড়াই করছি: আফরোজা আব্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৩

ফাইল ছবি

নাটোর: জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘আমরা অনেক বছর ভোট দেই না, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র, ভোটের অধিকার, ভাতের অধিকার ও সীমানার জন্য আমরা লড়াই করছি। এ লড়াইয়ে জিততে হবে।’

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা আব্বাস এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এই আয়োজন করা হয়।

গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আফরোজা আব্বাস বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে নারীরা রাজনীতিতে প্রবেশ করেছে আর বেগম খালেদা জিয়ার সময় তা প্রস্ফূটিত হয়েছে। তাই দেশ রক্ষায় নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

বিজ্ঞাপন

নাটোর জেলা মহিলা দলের সাবেক সভাপতি সুফিয়া হকের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ সভাপতি বেগম জাহান পান্না, সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকিসহ নাটোর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো