‘অনিবার্য কারণ’ দেখিয়ে ইবির নিয়োগ বোর্ড স্থগিত
ইবি করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪০
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪০
কুষ্টিয়া: ‘অনিবার্য কারণ’ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেডিকেল অফিসার, প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়– অনিবার্য কারণে আগামী ২০ ও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মেডিকেল অফিসার পদের, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পদের এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে।
এ ছাড়া বোর্ডগুলোর নিয়োগ নির্বাচনী পরীক্ষার সময় ও তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সারাবাংলা/একে