Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৫

ঢাকা: রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাজেদা বেগম খুকি (৪৫) ও ৬ মাসের শিশু রাফিয়া আক্তার।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দাদি মাজেদা বেগম মারা যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ২টার দিকে মারা যায় নাতনি রাফিয়া।

নিহতদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে। মাজেদার স্বামীর নাম ইসমাইল সরদার। আর শিশুটির বাবার নাম রিফাত হোসেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুরাগ ষোলোহাটি গ্রামে তাদের বাড়ি। গতরাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তুরাগ মেট্রোরেলের দুই নম্বর স্টেশনের নিচে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের সজেরো ধাক্কা দেয়।

এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদা বেগম মারা যায়। মুমূর্ষু অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। শিশুটির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ আর মাজেদা বেগমের মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএসআর/এমও

তুরাগ দাদি-নাতনি মোটরসাইকেল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর