Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৪

ঢাকা: বাঙালি সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোর জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করেছিল জাঁকজমকপূর্ণ ‘পিঠা উৎসব-১৪২৯’। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একসময় বাংলার প্রতিটি ঘরে ঘরে বাহারি রকমের পিঠা তৈরির প্রচলন ছিল। গ্রামীণ সংস্কৃতিতে এই উৎসবগুলো অধিক গুরুত্ব ও যত্নের সঙ্গে পালন করা হতো। যদিও বর্তমান বাস্তবতায় নানা কারণে পিঠা তৈরির প্রচলন বিলুপ্ত প্রায়। এসব বাঙালি সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার মধ্য দিয়ে বাঙালির এই চিরায়িত ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। স্টলগুলোতে ছিল বাহারি স্বাদের ও নামের পিঠা। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গন। পিঠা স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আতিকুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর ড. মো. ইসমাইল হোসাইন এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. গৌড় গোবিন্দ গোস্বামী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

পিঠা উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর