Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার আনতে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০২

ঢাকা: চলতি বছর দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার আনতে তিউনিশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপের (জিসিটি) সঙ্গে এই চুক্তি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়। গতকাল (১৪ ফেব্রুয়ারি) তিউনিশিয়ার রাজধানী তিউনিসে এই চুক্তি সই হয়। চুক্তিতে বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম সই করেন। এ সময় কৃষি সচিব ওয়াহিদা আক্তার ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিএডিসি ২০০৮ সাল থেকে জিটুজি ভিত্তিতে তিউনিশিয়া থেকে টিএসপি সার আমদানি করে আসছে। দেশটির টিএসপি সারের মান অনেক ভাল ও কৃষকের নিকট বেশ জনপ্রিয়।

একইদিন তিউনিশিয়ার কৃষি, পানিসম্পদ ও মৎস্য মন্ত্রী আব্দেল মনাম বেলাতি এবং শিল্প, খনিজ ও বিদ্যুৎ মন্ত্রী নেইলা নৌরিয়া গঙ্গি’র সঙ্গে পৃথক বৈঠক করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। বৈঠকে বাংলাদেশের সঙ্গে কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়ানোর আগ্রহের কথা জানান তিউনিশিয়ার এই দুই মন্ত্রী।

সারাবাংলা/ইএইচটি/এনএস

তিউনিশিয়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)