Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে কিশোরী বৃষ্টি হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৯

মানিকগঞ্জ: হরিরামপুরে বৃষ্টি (১৫) নামের এক কিশোরী হত্যার দায়ে মো. আবুল হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সরফদিনগর এলাকার মৃত হাসমত আলীর ছেলে আবুল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি আবুল হোসেন বৃষ্টিকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বৃষ্টির অন্যত্র বিয়ে ঠিক করলে আসামি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় পোচ মেরে দৌড়ে পালিয়ে যায়। হরিরামপুর থানায় ২০১৭ সালের নভেম্বর মাসের ৫ তারিখে হত্যা মামলা দায়ের করা হয়।

আদালত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আবুল হোসেনকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সারাবাংলা/এমও

কিশোরী বৃষ্টি হত্যা মানিকগঞ্জ মৃত্যুদণ্ড হরিরামপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর