Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একুশে পদক বিদ্যানন্দের অর্জন নয়, মানুষের অর্জন’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৩

ঢাকা: সমাজ সেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও আরও একটি প্রতিষ্ঠান পাচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই সম্মাননা।

রোববার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শেখ হাসিনা ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড, মানব কল্যাণ পদকসহ সরকারি নানা পদকে ভূষিত হয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ সারাবাংলাকে বলেন, ‘পদকের জন্য কখনো কাজ করিনি। আর এই পদক আমাদের একার না। প্রতিষ্ঠানটিকে মানুষই দাঁড় করিয়েছে গরীবের কল্যাণে। তাই বিদ্যানন্দের অর্জন না বলে মানুষের অর্জন বলতে চাই। সরকারের এই স্বীকৃতি দায়িত্বটা আরও বাড়িয়ে দিচ্ছে। আশীর্বাদ করবেন যেন পদক প্রাপ্তিতেও নীতি থেকে সরে না যাই।’

ফাউন্ডেশনের ঢাকা কেন্দ্রের সমন্বয়ক ও স্বেচ্ছাসেবক সালমান খান সারাবাংলাকে বলেন, ‘দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভালোবাসা, সহায়তা আর আস্থা নিয়ে মাত্র নয় বছরে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থায় পরিণত হয়েছে বিদ্যানন্দ। এত বছর ধরে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যারা ভলান্টিয়ারি করেছেন- এই অর্জন তাদের সবার। সেইসঙ্গে শুরু থেকেই পাশে থাকায় মিডিয়াকেও ধন্যবাদ।’

২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। মূলত দরিদ্র ও পথশিশুদের শিক্ষা নিয়ে কার্যক্রম শুরু করলেও পরবর্তী সময়ে খাদ্য, বস্ত্র, এতিমখানা, স্বাস্থ্যসহ সমাজ কল্যাণমূলক নানা কার্যক্রমে যুক্ত হয়। করোনা মহামারিতে সারাদেশে সাধারণ মানুষের অর্থ সহায়তায় ত্রাণ কার্যক্রম, করোনা হাসপাতাল প্রতিষ্ঠাসহ নানা কার্যক্রম পরিচালনা করে আলোচনায় আসে।

বিজ্ঞাপন

বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা পেরু প্রবাসী কিশোর কুমার দরিদ্র পরিবারে জন্ম নেন। বঞ্চনা আর হতাশার মধ্যে ছোটবেলা কাটালেও পরবর্তীতে ঘুরে দাঁড়ান তিনি। প্রতিষ্ঠা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্লাস্টিক রিসাইকেলিং, বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম, হাজার হাজার দরিদ্র শিক্ষার্থীর জন্য পড়াশোনার ব্যবস্থা, এক টাকায় আহারের মাধ্যমে প্রতিদিন পাঁচ হাজার মানুষকে খাবার দেওয়া, এক টাকায় চিকিৎসাসহ অসংখ্য সমাজ সেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি।

সারাবাংলা/আরএফ/পিটিএম

একুশে পদক বিদ্যানন্দ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর