Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাক্ষী অনুপস্থিত, পেছাল জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৮

ঢাকা: অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী ১৫ মার্চ নতুন তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য বিচারক আগামী ১৫ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এদিন জিকে শামীম আদালতে উপস্থিত ছিলেন। তবে তার মা পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসাইন এসব তথ্য জানান।

জানা যায়, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০২১ সালের ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরের বছর ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

সারাবাংলা/এআই/এমও

জি কে শামীম সাক্ষী সাক্ষ্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর