Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে পোল্যান্ড সফরে যাবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৬

ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তিতে পোল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর মার্চে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে সফর করেন বাইডেন। সেসময় পোল্যান্ডে অবস্থিত ন্যাটোবাহিনীতে মার্কিন সেনা ও ইউক্রেনীয় উদ্বাস্তুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন। এবার যুদ্ধের বর্ষপূর্তিতে ফের পোল্যান্ড সফরে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, প্রেসিডেন্ট ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পোল্যান্ড সফর করবেন৷ তিনি দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি ইউক্রেনকে সমর্থন এবং ন্যাটোকে শক্তিশালী করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুদার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরকালে জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্নিশ্চিত করতে নয়টি ন্যাটো দেশের গ্রুপ ‘বুখারেস্ট নাইন’ এর সদস্যদের সঙ্গেও দেখা করবেন। দেশগুলো হলো বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া।

তবে জো বাইডেন ইউক্রেনে প্রবেশ করবেন কি না সে ব্যাপারে কিছু জানায়নি হোয়াইট হাউজ।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের উদ্বেগ এই যে, শীতের পর বসন্তে ইউক্রেনে নতুন উদোমে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। কিরবি বলেন, সব তথ্য বলছে, আবহাওয়ার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধেরও তীব্রতা বাড়বে।

বিজ্ঞাপন

এ সফরে ইউক্রেনকে ন্যাটোর তরফ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়া হবে কি না সে ব্যাপারেও একটি সিদ্ধান্ত জানাতে পারেন বাইডেন।

সারাবাংলা/আইই

ইউক্রেন যুদ্ধ ইউক্রেন-রাশিয়া জো বাইডেন টপ নিউজ পোল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর