Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ১০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৮

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা থেকে জাটকাগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আখন্দ।

নোয়াখালী জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দু’টি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মাছ সরকারি শিশু পরিবারসহ আরও ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে সোনাপুর ফাঁড়ির একদল পুলিশ এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা।

সারাবাংলা/ইআ

জাটকা জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর