Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় মাহতাব উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার ধীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাতাব উদ্দিন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর গ্রামের মৃত তাইনুস উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হন মাহতাব উদ্দিন। রাস্তা পার হতে গিয়ে নবাবগঞ্জগামী একটি মাছভর্তি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, ভটভটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/ইআ

বৃদ্ধ নিহত ভটভটির ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর