থানচিতে কুকিচিন জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৬ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৩
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৬ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৩
বান্দরবান: বান্দরবানের থানচিতে র্যাবের সাঙ্গে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) জঙ্গিদের সাথে গোলাগুলি হয়েছে। রেমাক্রি ইউনিয়নের ২৭কিলো এলাকার নতুন ব্রিজসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে থানচির রেমাক্রি এলাকায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। এসময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কুকিচিনের জঙ্গি সদস্যরা। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে দু’পক্ষের গোলাগুলি শুরু হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, সকালে র্যাবের অভিযানের সময় হঠাৎ করে কুকিচিন জঙ্গি বাহিনী গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এখনও গোলাগুলি চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/এমও