Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিককে বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি দিতে চায় কানাডা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বসেরা প্রযুক্তি সরবরাহের আশ্বাস দিয়েছেন কানাডার হাই কমিশনার লিলি নিকোলস।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেন কানাডার হাই কমিশনার।

চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট খাতে সহায়তা চাইলে কানডা অবশ্যই চসিককে সহযোগিতা করবে বলে মেয়রকে আশ্বস্ত করেন কানাডার হাইকমিশনার।

এ সময় লিলি নিকোলস সিটি মেয়রকে বলেন, ‘স্বাধীনতার পর পরই যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে বাঁচাতে খাদ্য সহায়তা দেয় কানাডা। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে কানাডা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। বাংলাদেশের উন্নয়নে কানাডা সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে এসেছে এবং বর্তমানে সাহায্যের ক্ষেত্রগুলোকে আরও প্রসারিত করতে চায়। চট্টগ্রামের মেয়র কানাডার কাছে যে কোনো সুনির্দিষ্ট বিষয়ে সহায়তা চাইলে, কানাডা তা বাস্তবায়নে সচেষ্ট থাকবে।’

বিভিন্ন খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘কানাডা শিক্ষা ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে চট্টগ্রামকে সমৃদ্ধশালী করতে পারে কানাডা। চট্টগ্রামে ওষুধশিল্পে বিনিয়োগ করতে আগ্রহী কানাডার অনেক শিল্পগ্রুপ। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার বিশ্বসেরা প্রযুক্তি সরবরাহের মাধ্যমে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর নগরীতে পরিণত করার বিষয়ে অবদান রাখতে পারে কানাডা। সৌরবিদ্যুৎ বিকাশে সহায়তা করতে পারে কানাডা।’

বিজ্ঞাপন

জবাবে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামকে মানুষ চেনে বাণিজ্যিক রাজধানী হিসেবে। প্রতিদিন বিপুল পরিমাণ মানুষ চট্টগ্রামে ব্যবসায়িক কাজে আসে। তাই পর্যটন ও বিনোদন খাত প্রসারিত হলে চট্টগ্রামের অর্থনীতি নতুন গতি পাবে। ট্যুরিজম খাতের সম্ভাবনা মাথায় রেখে ওশান এমিউজম্যান্ট পার্কসহ অবকাঠামো খাতের উন্নয়ন ও বৈচিত্র্যসাধনে নানামুখী পদক্ষেপ নিচ্ছি। আমি চাই চট্টগ্রাম কেবল বাণিজ্যিক নগরীর পরিচয়ে আবদ্ধ না থেকে ভ্রমণপিপাসুদের স্বর্গে পরিণত হোক। দেশ-বিদেশ থেকে আসা বিনোদন পিপাসুদের কলরবে মুখর হোক চট্টগ্রাম।’

চট্টগ্রামের ট্যুরিজম খাতের বিকাশে কানাডা বিনিয়োগ করতে চাইলে সিটি করপোরেশন ভূমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন মেয়র।

এ সময় কানাডা হাই কমিশনের সিনিয়র ট্রেড কমিশনার অ্যান্ড কাউন্সিলর অ্যাঞ্জেলা ডার্ক, ট্রেড কমিশনার কাজী গোলাম ফরহাদ, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

কানাডা চসিক বর্জ্য ব্যবস্থাপনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর