‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৩
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৩
ঢাকা: দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে ১৯৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নিজস্ব প্রধান কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য
রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে স্থাপিত বিডার প্রধান কার্যালয় হিসেবে নবনির্মিত ভবনটি সরকার নামকরণ করেছে ‘বিনিয়োগ ভবন’ নামে।
দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে এক একর জমির ওপর ১৯৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট বিডা ভবন নির্মাণ করা হলো। এই ভবনটিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডিএ প্রধান কার্যালয়ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
সারাবাংলা/এনআর/ইআ