Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেত্রী শারমিন আঁখি আইসিইউতে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৪

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি শুটিং রুমে বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে আঁখির শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নেওয়া হয়। শারমিন আঁখির শারীরিক অবস্থা আগের থেকে অবনতি হয়েছে। শ্বাসকষ্টের সঙ্গে তার জ্বরও ছিল।

এর আগে, গত শনিবার মিরপুরের একটি শুটিংবাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে দ্বগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়।

সারাবাংলা/এসএসআর/একে

অভিনেত্রী শারমিন আঁখি