Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্মার্ট বাংলাদেশের যাত্রায় রাজনীতিও স্মার্ট হতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৭

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশের যাত্রায় দেশের রাজনীতিও স্মার্ট হতে হবে। প্রত্যেক রাজনীতিবিদ ও রাজনৈতিক দলকে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মানুষ ও দেশ এটিই হবে সবার আগে। সেখানে মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা, কোনোভাবেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। তাই যারা এখনও অপরাজনীতির চর্চা করেন, স্মার্ট বাংলাদেশের জন্য তাদেরও সঠিক রাজনীতিতে ফিরে আসতে হবে।’

শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত বই ২৫ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘তবে এখনও যারা বই পাননি সে বিষয়টি খতিয়ে দেখা হবে। ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে।’ তাই যদি কোথাও কোনো ব্যতয় ঘটে তাহলে ওয়েবসাইট থেকে শিক্ষকদের পড়ানোর আহ্বান জানান তিনি।

স্মার্ট বাংলাদেশের বিষয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে আমাদের সমস্ত সেবা, কাজ সেগুলো বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে এগিয়ে যাবে। প্রতিটি মানুষ প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। প্রযুক্তি দিয়ে যত সেবা আছে সেই সমস্ত সেবাগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং সেই প্রযুক্তির কারণে যত স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে সেগুলো নিশ্চিত হবে। সেবার যত মান রয়েছে সেগুলো নিশ্চিত হবে। স্মার্ট বাংলাদেশ মানে সেই বাংলাদেশ যেখানে প্রত্যেকটি নাগরিক স্মার্ট নাগরিক হবে, স্মার্ট সরকার হবে, স্মার্ট রাজনীতি স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

টপ নিউজ রাজনীতি স্মার্ট স্মার্ট বাংলাদেশ

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর