‘স্বামীর বুকের ওপরে ছিল স্ত্রীর লাশ’
২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৪
ঢাকা: রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুল মজিদ শিকদার (৭২) ও তাসলিমা বেগম (৪৮) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত স্বামীর বুকের ওপর থেকে স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে সাইদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, ভাটারা সাঈদনগর ১০০ ফিট এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন ওই দম্পতি। তাদের দুই ছেলে ইতালি প্রবাসী। আজ ভোরের দিকে রান্না করতে রান্নাঘরে যান তারা। সেখানে সিলিন্ডারে জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুন ধরে যায়। আগুনে পুরে ঘটনাস্থলে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রী মারা যান।
ওসি আরও জানান, মরদেহ দু’টি দেখে বোঝা যাচ্ছে একে অপরকে বাঁচাতে চেয়েছিলেন। কারণ স্বামীর বুকের ওপরে পড়েছিল স্ত্রীর লাশ।
ধারণা করা হচ্ছে, স্বামী রান্নাঘরে গিয়ে কিছু একটা করার সময় আগুন ধরে যায়। পরে স্ত্রী বাঁচাতে এসে মারা যায়। ঘটনাস্থলে ভোরে ফায়ার সার্ভিস যায়। রুমের জিনিসপত্র তেমন ক্ষতি না হলেও রান্নাঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ