Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন— দাবি বরিসের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩ ১৯:৪৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ২১:০১

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের ঠিক আগে তাকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের ফেব্রুয়ারিতে এক ফোনালাপে পুতিন এই হুমকি দেন বলে দাবি বরিস জনসনের।

ইউক্রেনের সংকট নিয়ে বিবিসির একটি নতুন তথ্যচিত্রে জনসনের দাবি উঠে এসেছে।  তবে রুশ ক্রেমলিন বরিস জনসনের এ দাবি উড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছে।

বিজ্ঞাপন

ইউক্রেনে উত্তেজনা সামরিক পদক্ষেপ রূপ নেওয়ার মাত্র তিন সপ্তাহ আগে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ফোনে কথা বলেন বরিস জনসন ও ভ্লাদিমির পুতিন। ওই ফোনালাপের কথা স্মরণ করে জনসন দাবি করেছেন,  “রুশ নেতা পুতিন এক পর্যায়ে আমাকে হুমকি দিয়েছেন।”

বিবিসি ডকুমেন্টারিকে দেওয়া সাক্ষাৎকারে বরিস জনসন জানান, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে তিনি পুতিনকে জানান। এর জবাবে পুতিন বলেন, “বরিস, আমি আপনাকে আঘাত করতে চাই না। কিন্তু একটি মিসাইল দ্বারা এটি করতে মাত্র কয়েক মিনিট লাগবে।”

তবে বরিস জনসনের এমন দাবিকে মিথ্যাচার বলে আখ্যায়িত করেছে রুশ ক্রেমলিন। সোমবার (৩০ জানুয়ারি) ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “পুতিন কোনো মিসাইল হামলার হুমকি দেননি। রাশিয়ার সুরক্ষার চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, ’ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে আমাদের সীমান্তে ন্যাটো বা আমেরিকান ক্ষেপণাস্ত্র মোতায়েন হবে। এর মানে এই যে, কোনো ক্ষেপণাস্ত্র মাত্র কয়েক মিনিটের মধ্যে মস্কোতে পৌঁছাতে পারে।”

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ বরিস জনসন ভ্লাদিমির পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর