Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৬

সারাবাংলা ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩ ১৬:৩১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:৫৭

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪২ জনই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ জনের শরীরে।

এর আগে ১১ জানুয়ারি দেশে করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল। এর ১৬ দিন পর গতকাল শনিবার একজনের মৃত্যু হয়। এর একদিন পর ফের করোনায় মৃত্যুহীন দিন পার করল দেশ।

রোববার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের (প্রশাসন) সই করা করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৪টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৫টি।

বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ৫৩১টি। আর আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৫৪৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫২ লাখ ৪৪ হাজার ৫২৫টি।

নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের শরীরে। এ ছাড়া সংক্রমিতদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩ জন।

সারাবাংলা/আইই

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর