‘বিএনপি সুযোগ পেলেই সন্ত্রাসে ফিরে যায়’
২৮ জানুয়ারি ২০২৩ ১৬:৩৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:৪৭
চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে নয়, সন্ত্রাস করেই ক্ষমতায় যেতে চায়। এ জন্য সুযোগ পেলেই বিএনপি তাদের রূপে সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরে যায়।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের চকবাজার ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন- যে কোনো দুর্যোগে যেনো আমরা সবার আগে মানুষের পাশে দাঁড়াই। সেই নির্দেশনা মেনে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।’
‘প্রধানমন্ত্রী প্রতি মাসে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা, প্রাথমিক বিদ্যালয়ের মায়েদের হাতে টাকা তুলে দিচ্ছেন। তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে রাতদিন কাজ করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘কিন্তু বিএনপি এর ঠিক উল্টো নীতিতে চলে। তাদের নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান গরীবের টাকা মেরে খায়।’
সম্প্রতি চট্টগ্রামে গাড়ি ভাংচুর-আগুন, হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘কয়েকদিন আগে বিএনপি চট্টগ্রামে তাদের কার্যালয়ে সমাবেশ করতে চাইল। পুলিশ তাদের অনুমতিও দিল। কিন্তু আমরা কী দেখলাম! বিনা উসকানিতে তারা সাধারণ মানুষের গাড়িতে আক্রমণ করল, আগুন দিল। নিরস্ত্র ট্রাফিক পুলিশের ওপর হামলা করে রক্তাক্ত করলো।’
‘বিএনপি সু্যোগ পেলেই তাদের পুরনো রূপে ফিরে যায়। তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেই ক্ষমতায় যেতে চায়। নেতাকর্মীদের বলব, আপনারা বিএনপি সম্পর্কে সজাগ থাকবেন।’- বলেন নওফেল
এদিন দুই ওয়ার্ডে তিনটি পৃথক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন উপমন্ত্রী নওফেল।
চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সভাপতিত্বে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানার সাধারণ সম্পাদক আনছারুল হক, ওয়ার্ড কমিটির সভাপতি মাজাহারুল ইসলাম, কাউন্সিলর আব্দুর ছালাম মাসুম, রুমকি সেনগুপ্ত ও শাহীন আক্তার রোজী।
পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের মো. মুসা, মোজাফফর আহমদ, যুবলীগ নেতা মাঈনুল কামাল, সমর দাশ, হাকিম।
এ ছাড়া পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আতুরের দোকান এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আকবর আলী আকাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মো. মুছা, জসিম উদ্দিন, সাহেদুল ইসলাম সাহেদ, নাজিম উদ্দীন, রাশেদ সরওয়ার, মো. আলী, যুবলীগ নেতা আমিরুল কাদের চৌধুরী সজিব, নাসরীন সুলতানা মুন্নী, বাকলিয়া থানা ছাত্রলীগে আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য শহিদুল ইসলাম বাবু, ওয়ার্ড ছাত্রলীগে সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া।
সারাবাংলা/আরডি/ইআ