Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর সমাধিতে জার্মান আওয়ামী লীগের শ্রদ্ধা

সারাবাংলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৩ ১৮:৫৩

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জার্মান আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুলের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জার্মান-বাংলা প্রেসক্লাবের খান লিটন, জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান খান নূরীসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহিত পরিবারের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি কমপ্লেক্স অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করেন নেতারা। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

সারাবাংলা/পিটিএম

বঙ্গবন্ধু শ্রদ্ধা সমাধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর