Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোকোর মৃত্যু হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৩ ১৩:১৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:৩১

ঢাকা: রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোকে মরতে হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতিবিদ ছিলেন না, একজন সাধারণ ক্রীড়াবিদ ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে।’

তিনি বলেন, ‘এদেশে রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় ১/১১ ঘটনার পরে আরাফাত রহমান কোকোকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়। খালেদা জিয়ার সবচেয়ে আদরের সন্তান ছিলেন আরাফাত রহমান কোকো। আমরা দেখেছি কি করুণ অবস্থায় তাকে (কোকো) মৃত্যুবরণ করতে হয়েছে। দেশের মাটিতে ভালো চিকিৎসা না পেয়ে তাকে চলে যেতে হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই পরিবার (জিয়া পরিবার) এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই পরিবার (জিয়া পরিবার) এ দেশের গণতন্ত্রের প্রতীক। সে কারণেই তাদেওর ওপর সব সময় জুলুম-নির্যাতন, হয়রানী, মিথ্যা অপবাদ চাপানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আজ গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে বন্দি রয়েছে। চলমান আন্দোলনে আমাদের ১৫ জন নেতাকর্মী শহিদ হয়েছে। মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বিশ্বাস করি চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা সফল হব, জয়ী হব এবং এই দানব সরকারকে পরাজিত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিতা করতে পারব।’

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মহাসিন জিল্লুর রহমান, নাজিমুদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, নবী উল্লাহ নবী, আব্দুল আলিম নকি, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় নেতা মামুন হাসান।

সারাবাংলা/এজেড/ইআ

আরাফাত রহমান কোকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর