Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুর মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৩ ১৮:৫৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:৫৭

ঢাকা: শিশুর মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন চল্লিশ জন প্রান্তিক ও নিম্ন আয়ের মা।

রোববার (২২ জানুয়ারি) রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন এর সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে উৎস বাংলাদেশ। এতে কড়াইল, বাড্ডা, ও মহাখালীর সাততলায় অবস্থিত আস্থা শিশু দিবাযত্ন কেন্দ্রের ৪০ জন প্রান্তিক ও নিম্নআয়ের মায়েরা অংশ নেন।

সমাজের ঝুঁকিপূর্ণ ও নিম্ন আয়ের অবহেলিত শিশুরা আস্থা দিবাযত্ন কেন্দ্রে থাকে। এখানে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও সামাজিক আচরণ শিক্ষা নিশ্চিত করা হয়। এখন তাদের মায়েদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয় যেন এ সব শিশু পরিবারেও ভালো আচরণ পায়।

সব শিশু নিরাপদ থাকবে এই প্রত্যয়ের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবা মাহমুদ।

তিনি বলেন, ‘উৎস বাংলাদেশ মনে করে একটি শিশুও রাস্তায় বড় হবে না। শিক্ষার অভাবে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে না। একটি শিশুরও মেধার অপচয় হবে না । প্রতিটি শিশু দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।’

প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত প্রশ্নে সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতার আহ্বান জানিয়ে প্রশিক্ষণ কর্মসূচির সফলতা কামনা করেন। প্রশিক্ষণ দেন শিশুর বিকাশ ও প্যারেন্টিং বিষয়ক ফ্রিল্যান্স পরামর্শদাতা সাবরিনা শারমীন।

সারাবাংলা/আরএফ/একে

মানসিক স্বাস্থ্য শিশুর স্বাস্থ্য