Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসনে জামানত দ্বিগুণ হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৩ ১৪:৫৬

ঢাকা: সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানত বেড়ে দ্বিগুণ হচ্ছে। সংরক্ষিত নারী আসনের জামানত বর্তমানে ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনি আইনের কয়েকটি অনুচ্ছেদ ও ধারায় সংশোধনের প্রয়োজন ছিল। সংবিধানে নারী আসন ৪৫টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। নির্বাচনি আইনে এখনো ৪৫টি আছে। তাই আইনের ৪৫ থেকে ৫০টি করার প্রস্তাব করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিদ্যমান আইনে নির্বাচনের সময় ছিল ৪৫ দিন। সাধারণ আসনে নির্বাচনের সময় ৯০দিন। সেটার অনুরূপ করা হয়েছে। অন্যদিকে নারী আসনে প্রার্থীদের ১০ হাজার টাকা জামানত ছিল। সাধারণ আসনের মতো ২০ হাজার করার প্রস্তাব করা হয়েছে।’

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন সভায় বিষয়গুলো অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে তারা কেবিনেটে পাঠাবেন। তারপর সংসদে যাবে। এরপর পাশ হবে। আইনটি পাশ না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হবে।’

সারাবাংলা/জিএস/এনএস

টপ নিউজ নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসন সংসদে সংরক্ষিত নারী আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর