Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সমর্থক দল’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৩ ২৩:১৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ০৯:০৫

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দার মোশাররফ হোসেন বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করেছে, তারাই আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনার দল বিএনপি। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল মুক্তিযোদ্ধাদের দল। আর তারা (আওয়ামী লীগ) হলো মুক্তিযুদ্ধের সমর্থক দল।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

বিজ্ঞাপন

ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে যারা গায়ের জোরে ক্ষমতায় বসে আছে, তারা আমাদের গণতান্ত্রিক কর্মসূচিগুলো পালন করতে দেয় না। মূলত, আওয়ামী লীগের অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, জনগণের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘এ দেশের মানুষ আওয়াজ তুলেছে গণতন্ত্র হত্যাকারীদের তারা আর ভোট দেবে না। যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে তারা এ দেশের অর্থনীতিকে আর মেরামত করতে পারবে না। যারা দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, তারা বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারবে না।’

পেশাজীবীদেরকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং অবদানের মাধ্যমে বিএনপির রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখার ভিত্তিতে বাংলাদেশ নির্মাণ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বিদায় করার কোনো বিকল্প নেই। বিদায় করার জন্য আমরা ১০ দফা কর্মসূচি দিয়েছি, রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ২৭ দফা ঘোষণা করেছি।’

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘তারা (আওয়ামী লীগ) গণতন্ত্র হত্যা করেছিল, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এরশাদ গণতন্ত্র হত্যা করেছিলেন, আমাদের নেত্রী এরশাদের পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য রাষ্ট্রীয় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত করেছিলেন।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, কবি আব্দুল হাই শিকদার, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

বিএনপি মুক্তিযুদ্ধ মোশারফ রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর