Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের সুনামিতে ভেসে যাবে সরকার: মিন্টু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৬:৩৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৯:০০

আব্দুল আউয়াল মিন্টু

ঢাকা: আন্দোলনের সুনামিতে সরকার ভেসে চলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় তত্বাবধায়কের অধীনে নির্বাচনসহ ১০ দফা আদায় এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে ১২ দলীয় জোট।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা এখনো আন্দোলন শুরু করিনি। তাতেই সরকারের লোকেরা বলছে- তারা নাকি ধাক্কা দিলেও পড়বে না। আমি বলব— কত বড় ধাক্কা লাগবে? তুফানের সঙ্গে কিন্তু সুনামিও আছে। দরকার হলে আমরা সবাই মিলে সেটাও তৈরি করব। আন্দোলনের সুনামিতে ভেসে যাবে সরকার।’

তিনি বলেন, ‘আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগের ডাকে ২০০ লোকও আসত না। সামনে দু’জনও আসবে না। আওয়ামী লীগ এখন দুঃস্বপ্নের নাম। কোনোভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। এরা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশকে রক্ষা করা আমাদের সবার ইমানি দায়িত্ব।’

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘সরকার বলছে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। অথচ বিশ্বে তেলের দাম কমেছে ২৫ শতাংশ। দেশে এগুলোর দাম কমানোর কোনো লক্ষণ নেই। সরকার বলছে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। ২৪ হাজার মেগাওয়াট নাকি উত্পাদন হচ্ছে। তাহলে এতো লোডশেডিং কেন? কারণ, তাদের দুর্নীতি ও লুটপাট। তাদের বিদায় করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।’

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন— ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম ও বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন সড়ক থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগরে পানির ট্যাংকির সামনে ফিরে এসে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

সারাবাংলা/এজেড/এনএস

আব্দুল আউয়াল মিন্টু বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর