Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ বছর পর হচ্ছে জাতীয় কবিতা উৎসব

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৫:৩৭

ঢাকা: দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কবিতা উৎসব। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আসর বসবে এই কবিতা উৎসবের।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে কবিতা উৎসব দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জাতীয় কবিতা পরিষদের নেতারা। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত দুই বছর বন্ধ ছিল এই উৎসব। এ বছর কবিতা উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলার স্বাধীনতা আমার কবিতা।’

বিজ্ঞাপন

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আর লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তারিক সুজাত।

তারিক সুজাত বলেন, ‘বরাবরের মতো এবারও উৎসবটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে। এই উৎসবে দেশের বাইরে ভারত, নেপাল ও মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কবিরা অংশগ্রহণ করবেন। এছাড়া ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’ প্রাপ্ত কবির নামও ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের কবিরা চিরকালই প্রগতির পক্ষে অবস্থান নিয়েছে। বিগত প্রায় সাড়ে তিন দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার সংগ্রামী কবিরা এই উৎসবে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের মুক্তির কথা বলেছেন। এই উৎসবকে আমরা কবিতার মিলনমেলায় পরিণত করতে পেরেছি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধোত্তর নানা সংকটকালে কবিদের অবস্থান ছিল প্রগতির পক্ষে।’

‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’ প্রতিপাদ্য নির্ধারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, “আমরা এবার স্লোগন দিয়েছি ‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’। আমরা মনে করি বাংলার যে স্বাধীনতা, সেটা একটা কবিতা। কারণ কবিদের কবিতা, যেমন— জীবনানন্দ দাশ, নজরুল ও রবীন্দ্রনাথের গান-কবিতা মুক্তিযুদ্ধের সময় কী ভূমিকা পালন করেছে, আপনারা তা জানেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গতবার আমাদের উৎসব করার কথা ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি। এবার আমাদের উৎসবের মর্মবাণী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে।”

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবিতা উৎসবের আহ্বায়ক কবি শিহাব সরকার, কবি ও প্রাবন্ধিক আমিনুর রহমান সুলতানসহ আরও অনেকে।

সারাবাংলা/এসএসআর/এনএস

জাতীয় কবিতা উৎসব জাতীয় কবিতা পরিষদ