Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপনগরে প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় দু’জন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৮:১৬

ঢাকা: রাজধানী রূপনগর ‘ট’ ব্লকের সৌদি প্রবাসীর স্ত্রী মায়া (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার (১৫ জানুয়ারি) ভিকটিমের ভাই মো. আওলাদ হোসেন বাদী হয়ে মামলা করেন রূপনগর থানায়। একইদিনে রাজধানীতে অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- শিপন (৪৫) ও মো. আসাদুল ইসলাম (৩৫)। এসময় ছুরি ও জ্যাকেট জব্দ করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজধানীর মিরপুর ডিসি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

তিনি বলেন, ‘আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।’

ঘটনার মোটিভ কী ছিল প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোটিভের বিভিন্ন দিক আমরা খতিয়ে দেখছি। আসামি দুই জনের একজন ভিকটিমের বাড়িতে থাকতেন। অন্য আসামি পাশের একটি বাড়িতে থাকতেন। নিহতের বাসায় আসামিদের আসা-যাওয়া ছিল।’

বিভিন্ন মোটিভের কথা উল্লেখ করে মিরপুর বিভাগের ডিসি বলেন, ‘চুরি ডাকাতির উদ্দেশে আসামিরা বাসায় গিয়েছিল কি না বা পূর্বশত্রুতা ছিল কি না এসব বিষয়ে আমরা খতিয়ে দেখছি। সব বিষয়ে আমরা খতিয়ে দেখছি। খুনে ব্যবহৃত চাকু ও রক্তমাখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।’

ধর্ষণের ঘটনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভিকটিম যেহেতু নারী, একজন নারী পুলিশ অফিসার পা থেকে মাথা পর্যন্ত সুরতহাল করেছেন। এই বিষয়ে কিছু যদি থাকে মেডিকেল রিপোর্টে আসবে।’

এর আগে, শনিবার রাত সাড়ে ৩টায় রূপনগর ‘ট’ ব্লকের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

দু’জন গ্রেফতার প্রবাসীর স্ত্রী রূপনগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর