Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রথম পর্বের মুসল্লিদের মঙ্গলবারের মধ্যে মাঠ ত্যাগ করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৬:১৮

ঢাকা: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার মধ্যে ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণকারী মুসল্লিরা মাঠ ছেড়ে দেবে। পরে কর্তৃপক্ষ আমাদের মাঠ বুঝিয়ে দিবে। এর পর ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীদের কাছে মাঠ হস্তান্তর করব।

রোববার (১৫ জানুয়ারি) সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিংয়ে এ সব বলেন তিনি।

বিজ্ঞাপন

মোল্যা নজরুল আরও বলেন, ‘রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে মুসুল্লিরা যেন বাড়ি ফিরতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে আমরা কিছু সড়ক বন্ধ রেখেছি। মুসল্লিদের চাপ কমলে সড়ক খুলে দেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রথম পর্বের ইজতেমা শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৭ জানুয়ারি পর্যন্ত মুসল্লিরা মাঠে অবস্থান করতে পারবেন। এর পর দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য মাঠ ছেড়ে দিতে হবে। আগামী ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ মাঠ ত্যাগ মুসল্লি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর