Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক ও সম্মাননা গ্রহণ প্রধানমন্ত্রীর

সারাবাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৩ ২০:৫৩

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিসবিষয়ক আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক ও সম্মাননা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণভবনে তিনি এ পদক গ্রহণ করেন।

এদিন পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন এবং সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার হাতে পদক ও সম্মাননাপত্র তুলে দেন। এর পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

এর আগে, গত বছরের ২৪ আগস্ট গণভবনে আইডিএফ প্রেসিডেন্ট অধ্যাপক আখতার হুসেনের সঙ্গে সাক্ষাতের সময় শেখ হাসিনা এ উপাধি গ্রহণ করেন। আর পর্তুগালের লিসবনে গতবছরের ৫ ডিসেম্বর আইডিএফ ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত তার পক্ষে খেতাব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ডায়াবেটিস এবং অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে প্রথমবারের মতো ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডরের সম্মানসূচক খেতাব দেওয়া হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো