Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট উঠানামা ব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৯

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ফ্লাইট উঠানামা। কুয়াশার কারণে মধ্যরাত এবং সকালে ৮টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। একই সময়ে ঢাকা থেকে নির্দিষ্ট সময়ে একাধিক ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে সালাম এয়ার, কুয়েত এয়ার, এয়ার এরাবিয়া, জাজিরা এয়ারলাইন্স, গালফ এয়ার,মালিন্দো এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। একইসঙ্গে এয়ার এশিয়ার একটি ফ্লাইট আকাশে ২ ঘণ্টা উড়ার পর কুয়াশার কারণে আবার কুয়ালালামপুর ফিরে যায়।

কামরুল ইসলাম আরও জানান, কুয়াশার কারণে রানওয়ের ভিজিবিলিটি কম ছিল। ফলে শাহজালাল বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়ে ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। ৭টি ফ্লাইট বিলম্বে ঢাকা ছেড়েছে। যার মধ্যে রয়েছে, ওমান এয়ার, বিমান বাংলাদেশ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স, হিমালয় এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।

সারাবাংলা/এসজে/একে

কুয়াশা ঘন কুয়াশা টপ নিউজ বিমান চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর