Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চ ভেঙে পড়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত— ছাত্রলীগের দুঃখপ্রকাশ

ঢাবি করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১৬:৩৬

ঢাকা: মিলনমেলা অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত জানিয়ে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ওই ঘটনায় আহত জাতীয় নেতা, সাবেক নেতা, বর্তমান নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের জন্য গভীর ব্যথিত বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ দুই নেতা।

শনিবার (৭ জানুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে ছাত্রলীগের এই দুই নেতা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উক্ত ঘটনায় আহত জাতীয় নেতা, সাবেক নেতা, বর্তমান নেতাকর্মী, সংবাদমাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।

বিবৃতিতে আরও বলা হয়, শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতি তাদের অভূতপূর্ব প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে অশুভ-অসুর-অন্ধকারের শক্তি ও সন্ত্রাসী-খুনি-জঙ্গিবাদের দোসরদের বিরুদ্ধে ইস্পাত-দৃঢ়ভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার বাংলাদেশ ছাত্রলীগকে মুগ্ধ করেছে, অনুপ্রেরণা দিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মিলনমেলা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার মঞ্চ ভেঙে পড়ে। এ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ কয়েকটি সংগঠনের অন্তত ১০ থেকে ১৫ জন নেতা আহত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ছাত্রলীগ টপ নিউজ দুঃখ প্রকাশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর