Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবির বিন আনোয়ারের ব্যাপারে আমার সঙ্গে কথা হয়নি: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১০:৪০ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৩ ১১:১৬

ঢাকা: সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন ভবনে এইচ টি ইমামের রুমে বসছেন। এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ওনি কেবিনেট সেক্রেটারি ছিলেন। সবেমাত্র বিদায় নিয়েছেন। আমার সঙ্গে এখনও এ ব্যাপারে কথা হয়নি। তিনি নেত্রীর নির্দেশে অফিসে এসেছেন, আমার সঙ্গেও দেখা হয়েছে।’

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

‘আমি এইটুকু জানি নেত্রী (শেখ হাসিনা) তাকে (কবির বিন আনোয়ারে) এখানে বসতে বলেছেন। নিশ্চয়ই প্রয়োজন আছে। সেটা দিক-নির্দেশনা নেত্রী দেবেন। এখানে নিশ্চয়ই কাজ আছে দায়িত্ব আছে। সে দায়িত্ব সেটা নেত্রী দেবেন। এটা জানবেন, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই’, বলেন ওবায়দুল কাদের।

 

‘আপনি আমাকে মারবেন, আমি দাঁড়িয়ে ললিপপ খাবো— এটা কি হয়?’

 

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সময় আরও এক বছর? সময় গড়িয়ে যাবে। পদ্মা-মেঘনা-যমুনা-ব্রহ্মপুত্রের পানি গড়িয়ে যাবে। অনেক পরিবর্তন হবে। গতবারও তো বিএনপি ২৩ দল নিয়ে ইলেকশন করবে না? শেষ পর্যন্ত ঘোলা করে তো পানি খেল, তারা ইলেকশনে এসেছে। এবারও দেখা যাক ৩৩ দলের কে কোথায় থাকে?’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তিনি (তারেক রহমান) ১০ তারিখেও দেশে আসছেন শুনলাম। ৩০ তারিখে আসছেন শুনলাম। আসলে দেশে ফিরে আসার সৎসাহস তার আছে বলে বাংলাদেশের লোকেরা বিশ্বাস করে না। এখন ভবিষ্যতে কি হবে জানি না?’

বিজ্ঞাপন

এসময় একাদশ জাতীয় সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে দলের পক্ষ থেকে দেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ কবির বিন আনোয়ার সাবেক মন্ত্রিপরিষদ সচিব