Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ৬০০ ভারতীয় কম্বলসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ০৯:৪৯

নেত্রকোনা: ৬ শতাধিক ভারতীয় কম্বলসহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে নেত্রকোনায় পুলিশ। জব্দ করা ট্রাক ও কম্বল বারহাট্টা থানায় নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) কলমাকান্দা-নেত্রকোনা সড়কের দশধার বাজারের ব্রিজের সামনে একটি ট্রাক তল্লাশি করে ৬ শতাধিক ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ও এসআই মুহাইমিনুল ইসলাম লিমনের যৌথ টিম এই অভিযান চালায়।

বিজ্ঞাপন

এসময় একটি ট্রাকসহ ৫ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- নেত্রকোনা সদর উপজেলার চকপাড়ার বাসিন্দা বাচ্চু মিয়া, জনি মিয়া, রুকন মিয়া, মো. সোলেমান ও আকাশ ইসলাম।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হক বলেন, ‘সকালে কুয়াশায় আচ্ছন্ন সড়কে ৬ শতাধিক ভারতীয় চোরাই কম্বলসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/এমও

চোরাকারবারি নেত্রকোনা ভারতীয় কম্বল