‘জাতীয়করণের মাধ্যমে শিক্ষার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু’
৬ জানুয়ারি ২০২৩ ১৪:৩৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ ১৯:০৬
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকারই যুদ্ধবিধস্ত বাংলাদেশে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষার ভিত্তি রচনা করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন পঁচাত্তর টাকা এবং কলেজ শিক্ষকদের বেতন ১০০ টাকা চালু করেছিলেন।’
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে জেলর রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সম্মানের চোখে দেখতেন। তাদের সমীহ করতেন। বাংলাদেশের শিক্ষার অধিকার ও শিক্ষকের মর্যাদার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। টানা ২০০ বছরের বৃটিশ সাম্রাজ্যবাদ এবং পরে ২৩ বছরের পাকিস্তানী শোষণ, নিপীড়ন, নির্যাতন ও শিক্ষা সংকোচন নীতি শিক্ষা ও শিক্ষকের মর্যাদার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। ফলে শিক্ষায় আমারা অনেক পিছিয়ে ছিলাম।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির ব্যবহারসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। শিক্ষকদের মর্যাদা রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। শিক্ষা জাতির মূল শক্তি এবং শিক্ষকরা অন্ধকারে আলোর দিশারী। তারা জাতি বিনির্মাণের কারিগর। এজন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও শিক্ষার উন্নয়নে ও শিক্ষকদের মর্যাদার ব্যাপারে সচেষ্ট রয়েছেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম সিদ্দিকী, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ নাজমুল হাসান, নবকিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ নজিবর রহমান প্রমুখ।
সারাবাংলা/এনএস