ইঞ্জিনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৩টি বগি, ট্রেন চালক পলাতক
৬ জানুয়ারি ২০২৩ ১৫:৫৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ ১৬:০০
ভৈরব: ভৈরবে বেপরোয়া গতিতে বগিতে ইঞ্জিন সংযোজনের সময় এগারোসিন্দু ট্রেনের ৩টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইঞ্জিনেরও ক্ষতি হয়েছে। বর্তমানে ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশনে আটকা রয়েছে। ঘটনার পরপরই ট্রেনের চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী (৭৩৭) আপ এগারোসিন্দু ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন ছিল। এসময় বগিতে ইঞ্জিন সংযোজনের সময় লোকো মাস্টারের অসতর্কতায় বেপরোয়া গতিতে ট্রেনের ইঞ্জিন বগিতে সজোরে ধাক্কা দেয়। ফলে ট্রেনের সামনের ৩টি বগি এবং ইঞ্জিনের পিছনের অংশ দুমড়ে-মুচড়ে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রেনের ভেতরে থাকা নারী, শিশু, বৃদ্ধাসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।
আহত যাত্রী হারিছ আলী ও প্রত্যক্ষদর্শী আশরাফ হোসেনসহ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জগামী এগারোসিন্দু ট্রেনটি সান্টিং দেওয়ার সময় বেপরোয় গতিতে এসে বগিতে ধাক্কা দেয়। এসময় ৩টি বগি ভেঙে যায় ও ট্রেনে থাকা অনেক যাত্রী আহত হন।
স্টেশন মাস্টার মোহাম্মদ নুরনবী জানান, ট্রেনের ইঞ্জিন ও বগির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যাত্রী আহত হয়েছে কি না তা তিনি বলতে পারেননি।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) উপ-পরিদর্শক কার্তিক চন্দ্র রায় জানান, দুর্ঘটনার পর বেশ কিছু যাত্রীকে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
সারাবাংলা/এমও