Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুইদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ১৯:২৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৩ ২২:৩৯

ঢাকা: দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

এ উপলক্ষে অগ্রবর্তী টিমে চারজন কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় উদ্দেশ্যে রওনা করেন। বাকি নেতারা শনিবার সকাল ৭টায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে বাসযোগে রওনা করবেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল এবং এস এম কামাল হোসেন অগ্রবর্তী টিমে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পারিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে খুলনায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবার সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

পরদিন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর একাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, ‘দশমবারের মতো দলীয় সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।’

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর