Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিডিয়া কাভারেজ বন্ধ করলে বিদেশিরা হুক্কা টানবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ১৯:৩৩

ফাইল ছবি: ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: মিডিয়াকর্মীদের কারণে বিদেশিরা বেশি পাত্তা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আপনাদের বেশি হই-চই’য়ের কারণে তারা বেশি পাত্তা পাচ্ছেন। কাভারেজ বন্ধ করুন, পরের দিন থেকে তারা ঘরে বসে হুক্কা টানবে।

বুধবার (৪ জানুয়ারি) সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত কমিউনিটি ক্লিনিক–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

আব্দুল মোমেন বলেন, ‘বিদেশিরা মনে করেন তারা এই দেশের রাজা। তারা তথ্য সংগ্রহ করতে চান। আমাদের অসুবিধা নেই। এগুলো নিয়ে গণমাধ্যমের মাথাব্যথার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘আমরা কোনো কিছু গোপন করি না। লুকিয়ে কোনো কাজ করি না। আমাদের দেশে ৪৫টি প্রাইভেট টেলিভিশন। প্রতিদিন সাড়ে ১২ হাজার পত্রিকা বের হয়। কোথাও আছে? আর কোথাও আছে এমন? আমাদের এখানে প্রায় ১ হাজার ৮০০ সাময়িকী বের হচ্ছে প্রতি মাসে। আর কোথাও আছে? কোথাও নেই।’

ড. মোমেন বলেন, ‘যেখানে অশান্তি থাকে, সেখানটা ধ্বংস হয়ে যায়। লিবিয়া, সিরিয়া দেশগুলোতে একটার পর একটা লেগেই আছে। আমাদের কিছু লোকজন চায় না শান্তি থাক। অশান্তি হলে তারা ব্যক্তিগত ফায়দা লুটতে পারে। সে জন্য চায় অশান্তি হোক।’

তিনি বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের অনেক বিরোধীদলীয় নেতা-নেত্রী আছেন, যারা চান না দেশ উন্নয়নের মহাসড়কে উঠুক। তারা নিজেদের ব্যক্তিস্বার্থের জন্য খুবই দুশ্চিন্তায় থাকেন। সেজন্য বিভিন্ন লোককে বিভিন্ন মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে অশান্তি সৃষ্টি করতে চান। অশান্তি সৃষ্টি হলে তাদেরও ১২টা বাজবে। এর আগে যারা অশান্তি করেছে, তারা ঝামেলায় আছেন।’

বিজ্ঞাপন

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশিরা হুক্কা টানবে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর