Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হয়তো ভালো কোনো জায়গায়ও আমাকে দেখতে পারেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৩ ১৪:৪২ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৩ ১৬:৪৫

ঢাকা: চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে গেলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আর তার স্থলাভিষিক্ত হয়েছেন জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। দায়িত্ব থেকে বিদায় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কবীর বিন আনোয়ার। তিনি বলেন, ‘আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে, এটা রুটিন মাফিক পদ্ধতি। হয়তো এর থেকে আরও ভালো কোনো জায়গায় আমাকে দেখতে পাবেন।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ কর্মদিবসে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কবির বিন আনোয়ার বলেন, ‘এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল। আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।’

সদ্য বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বুঝে শুনে নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।’

নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন না— এই কথার সত্যতা নিয়ে প্রশ্ন করলে কিছু বলতে রাজি হননি তিনি।

সারাবাংলা/জেআর/এমও

কবির বিন আনোয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর