Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবগঙ্গায় নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২২ ১৫:০৬

নড়াইল: কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা-তেলিডাঙ্গা খেয়াঘাটে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা নাজমা বেগম (২৫) ও তার চার বছরের ছেলে সন্তান নাছিমের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কালিয়া উপজেলার হামিদুপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জলিলের স্ত্রী নাজমা তার সন্তান নিয়ে মৃত দাদিকে দেখতে একই উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। ছোট আকৃতির খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে ডুবে যায়। এসময় বেশ কয়েকজন যাত্রী সাঁতরে ডাঙায় উঠতে পারলেও নাজমা তার ৪ বছরের সন্তানকে নিয়ে উঠতে পারেননি।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নাজমা ও তার সন্তানের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া আরও অন্তত ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

কালিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুল হান্নান বলেন, ‘নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মতো যাত্রী ছিল। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে শিশুসহ তার মায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে।’

সারাবাংলা/এমও

নড়াইল নবগঙ্গা নিখোঁজ নৌকাডুবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর