Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১৫:৩০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৫:৪৪

ফাইল ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সাদিক হোসেন উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজারের ছেলে ও একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে নাজির হোসেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে বড় খাতা দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় ২০ জনের একটি দলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও দুইজন নিহত হন।  পরে তাদের সঙ্গীরা দুই জনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়দের অভিযোগ, তারা গরু চোরাচালানির সঙ্গে জরিত ছিলেন।

নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির বলেন, তাদের দুই জনের লাশ নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। তবে ওই ক্যাম্পের কোম্পানি কামান্ডারের সদস্যরা জানিয়েছেন বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বিএসএফের গুলিতে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর