Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিনেই মেট্রোরেলের টিকেট কাটতে দীর্ঘ লাইন

এমদাদুল হক তুহিন, সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ০৯:১১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩

ঢাকা: স্বপ্নের মেট্রেরেলো চড়ে গন্তব্যে যেতে রাজধানীর উত্তরার উত্তর স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। স্টেশনের ভেতরে প্রবেশ করতে অনেক যাত্রীকে ঘণ্টাখানেকও অপেক্ষা করতে হচ্ছে। প্রথমদিনে যাত্রীদের চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর উত্তরার উত্তর স্টেশনে এমন চিত্র দেখা গেছে।

দিয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেন আলী। সদ্য অবসরে যাওয়া হোসেন আলী তার ছেলে নুরুজ্জামান সাগরকে নিয়ে এসেছেন। সাগরের ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা আজ। কথা হলে সাগর সারাবাংলাকে বলেন, ‘অন্যরকম অনুভূতি। প্রথমদিনে মেট্রোরেলে চড়ে গন্তব্যে যাবো, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। দেশের জন্য এটি একটি বড় সাফল্য।’

তিতাসের সাবেক কর্মকর্তা হোসেন আলী সারাবাংলাকে বলেন, ‘বাসা দিয়া বাড়িতেই। আমারও কারওয়ান বাজার যেতে হবে। তাই ছেলেকে নিয়ে এসেছি মেট্রোতে চড়ে যাবো বলে। ৭টা ৪০ এ আসছি। ৫০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। দাঁড়িতে থাকতে হচ্ছে কিছুটা।’

টিকেট লাইনের সামনে কথা হয় ব্যবসায়ী কাজী সোহাগের সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘স্ত্রী ও ছেলেকে নিয়ে এসেছি। আজ মেট্রোতে ঘুরে বেড়াবো, দেখি কেমন লাগে। দেশের মাটিতে আমাদের মেট্রোরেলে উঠবো এই অনুভূতি এক চরম প্রাপ্তির, আবেগ ও ভালোবাসার। আমরাও পারি তা করে দেখানোর।’


সোহাগের স্ত্রী মালিহা সারাবাংলাকে বলেন, ‘আমরা বাসা থেকে বের হওয়ার পর সাড়ে ৭টার দিকে লাইনে দাঁড়াই। ৮টায় কাউন্টারে এসেছি। অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। প্রথম দিনে ম্যানেজম্যান্টে একটু সমস্যা মনে হয়েছে। আশা করি দ্রুতই তা ঠিক হয়ে যাবে।’

বিজ্ঞাপন

উত্তরার উত্তর স্টেশনের মূল ফটকে দায়িত্ব পালন করা নিরাপত্তারক্ষী রাজু সারাবাংলাকে বলেন, ‘১০ থেকে ৪০ জন করে নেওয়া হচ্ছে। উপরে চাপ তৈরি হচ্ছে। তাই লাইন তৈরি হয়েছে।’

স্টেশনের গেইটে দায়িত্ব পালন করা আরও কয়েকজন সারাবাংলাকে বলেন, ‘উপরে টিকেট কাউন্টারে চাপ থাকায় দীর্ঘ লাইন তৈরি হয়েছে।’

এদিকে, উত্তরা উত্তর স্টেশনের তিনটি স্বয়ংক্রিয় মেশিনের একটি বিকল হয়ে যেতে দেখা গেছে। পরে অবশ্য আবার তা সচল হয়। এখানকার সবগুলো টিকেট কাউন্টারেই দীর্ঘ লাইন দেখা গেছে।

সারাবাংলা/ইএইচটি/এমও

টিকেট দীর্ঘ লাইন মেট্রোরেল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর