Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ার সঙ্গে যোগাযোগে সমঝোতার খসড়ার অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১৮:৪০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৯:০৪

কবির বিন আনোয়ার

ঢাকা: বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে ‘জয়েন্ট কো-অপারেশন ইন দ্যা ফিল্ড অব রিক্রুমেন্ট অব ওয়ার্ক’ বিষয়ক সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

কবির বিন আনোয়ার বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে ‘জয়েন্ট কো-অপারেশন ইন দ্যা ফিল্ড অব রিক্রুমেন্ট অব ওয়ার্ক’ বিষয়ক সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়েছে। এখন এমওইউ সই করা হবে। এটি হলে লিবিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি আমাদের শ্রম বাজারে নতুন দুয়ার উন্মোচিত হবে।

তিনি বলেন, এমওইউ প্রস্তুত করার সময় লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস ও লিবিয়ার সরকার এবং আমাদের আইন বিষয়ক বিভাগের মতামত বিবেচনা করে করা হয়েছে। এখন এটি সই হবে। আজকে মন্ত্রিসভায় এ সংক্রান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

কবির বিন আনোয়ার বাংলাদেশ লিবিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর