Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিসি ক্যামেরায় রসিক নির্বাচন সরাসরি মনিটরিং করছে ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১০:২৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:১২

ঢাকা: রংপুর সিটি করপোরেশন নির্বাচন (রসিক) নির্বাচন কমিশন (ইসি) থেকে সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল আটটা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার আনিছুর রহমান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, রংপুর সিটি নির্বাচনে মোট ১ হাজার ৮০৭টি সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিটি করপোরেশন মোট ৩৩টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের সংখ্যা ২২৯টি। ভোট কক্ষ রয়েছে ১৩৪৯টি। নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন, ঝিনাইদহ পৌরসভার, গাইবান্ধা ৫ উপ নির্বাচন সিসিটিভির মাধ্যমে সফলভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় রংপুর সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে।

আরও পড়ুন: রসিক নির্বাচনে ভোট শুরু, চলছে সিসিটিভি’তে পর্যবেক্ষণ

সারাবাংলা/জিএস/এমও

রংপুর সিটি করপোরেশন রসিক নির্বাচন সিসি ক্যামেরা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর