নেতাকর্মীতে পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, সম্মেলন মঞ্চে শেখ হাসিনা
২৪ ডিসেম্বর ২০২২ ১১:০২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৫:১৮
ঢাকা: ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সম্মেলন মঞ্চে উপস্থিত হয়ে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনস্থলে পৌাঁছান। এসসময় তাকে দলের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা স্বাগত জানান।
সম্মেলনস্থলে উপস্থিত হয়ে বেলুন ও পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। দলীয় সংগীতের সুরে ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পতাকা স্টান্ডে গিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।
এরপর মঞ্চে উপস্থিত হয়ে সারাদেশ থেকে আগত কাউন্সিলর, ডেলিগেট ও সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানিয়ে সভাপতির আসন গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা।
দলীয় সভাপতির আগমনকে কেন্দ্র করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্মেলন সফল হোক, আজকের সম্মেলন সফল হোক স্লোগান দিয়ে স্বাগত জানান। এরপর দলীয় সভাপতির আসন গ্রহণের ব্যাপারে ঘোষণা দেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
পরে সম্মেলন প্রস্তুতি সাংস্কৃতিক উপ-কমিটির আয়োজনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব অসীম কুমারের অনুমতিক্রমে অনুষ্ঠান উপস্থাপনা করেন চিত্রনায়ক ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান দলীয় সংগীত, জাতীয় সংগীত নৃত্য পরিবেশনাসহ ২৫ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় উৎসব আমেজের পরিবেশ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা নজরদারি দেখা গেছে।
সারাদেশের নেতাকর্মীরা এখন সোহরাওয়ার্দী উদ্যানমুখী। তারা কয়েকটি গেট দিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করছেন। অপেক্ষার প্রহর গুনছেন প্রথম অধিবেশন শেষে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্বে কারা আসছে? কেবলমাত্র দলের সভাপতি পদে শেখ হাসনিাকে একমাত্র অপরিহার্য ধরেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাই দলের সভাপতি হিসাবে এবারও স্বপদে বহাল থাকবেন তিনি।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বিবেচনায় সাদামাটা আয়োজনে অনুভূতির সম্মেলন করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি। সম্মেলনের নতুনত্ব কি? ২০২৪ সালের জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার পাশে রানিংমেট কে নির্বাচিত হতে যাচ্ছেন? আর নতুন মুখ কারা আসছে, কারা বাদ পড়ছে; তা নিয়ে দলীয় ঘরানায় বিভিন্ন জল্পনা-কল্পনা আর আগ্রহ কৌতূহল দেখা দিয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথিবর্গ (বিশেষ দাওয়াত কার্ডধারী), বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিগণ, মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সংলগ্ন অথবা ‘শিখা চিরন্তন’ গেট দিয়ে প্রবেশ করা শুরু করেছে। আর সম্মেলনে অংশগ্রহণকারী সকল কাউন্সিলর, ডেলিগেট ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাংলা একাডেমি, রমনা কালী মন্দির, টিএসসি ও চারুকলা অনুষদসংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছে।
সম্মেলন মঞ্চে সভাপতির আসনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ কাযনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদদের ১২০ জন মঞ্চে আসন গ্রহণ করেছেন।
দ্বিতীয় অধিবেশন বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে হবে। সর্বমোট ৭ হাজার জন কাউন্সিলর এতে অংশ নেবেন।
পদ্মা সেতুর ওপরে নৌকার আদলে তৈরি ৮০ ফুট বনাম ৪৪ ফুট মূল মঞ্চে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সাদামাটা আয়োজনের সম্মেলনে এ বছর বিদেশিদের দাওয়াত করা হয়নি। কেবলমাত্র বাংলাদেশে কর্মরত বিদেশি দূতাবাস কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনে কেন্দ্রীয় ১৪ দল, জাতীয় পার্টি, বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হয়েছে।
গত ২৮ অক্টোবর গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ২২তম জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়।
সারাবাংলা/এনআর/এমও