Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীর জেলা পরিষদ চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ১৬:২২

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীর জেলা পরিষদের নব-নির্বাচিত দুই চেয়ারম্যানকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পূবরী হলে বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ পাঠ করান তিনি। আর জেলা পরিষদের সদস্যদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এর লক্ষ্য একটাই যেন তৃণমূলে মানুষের সার্বিক উন্নতি আমরা করতে পারি।’

তিনি বলেন, ‘আমাদের সংবিধানের ১৬ অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে, পল্লী উন্নয়ন, কৃষি বিপ্লব এগুলো যেন ব্যাপক ভাবে করা হয়। গ্রামের অর্থনীতিকে যত বেশি শক্তিশালী করা যাবে, গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা যত বেশি বাড়ানো যাবে, আমাদের শিল্পায়ন এবং উৎপাদিত পণ্যের বাজারজাতও সুবিধা হবে। সেভাবেই আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রার যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করা।’

‘আমরা যে রূপকল্প ২০২১ আমরা ঘোষণা করেছিলাম এটি ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের বছর। সে হিসেবেই আমার লক্ষ্য ছিল এই বছরে বাংলাদেশের আরেক অর্জন করা, অর্থাৎ মধ্যম আয়ের দেশে উন্নীত করা। আমরা সেটা করতে পেরেছি’, বলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে দৃষ্টি রেখে দেশ পরিচালনার চেষ্টা করছি। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে মানুষের দুঃখ-দুর্শশার খোঁজ নেওয়ার।’

বিজ্ঞাপন

দেশের প্রায় ৩৫ মানুষকে ঘর করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দলমত কোনো বিষয় না, আমি মানুষকে গণ্য করি। এখানে হচ্ছে মানুষের ব্যাপার। আমি মানুষকেই গণ্য করি। এটা মাথায় রাখতে হবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে একটি মানুষ ঠিকানাবিহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। সেটাই আমাদের নীতি। আর একটা বাড়ি দিলে সেখানেও তো কিছু না কিছু উৎপাদন করে। সেটাও আমরা হিসাব নিচ্ছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রকল্পগুলো যাতে ভালভাবে সেটা দেখার আহ্বান জানানোর পাশাপাশি আর কী করলে মানুষের ভাল হবে সেটা দেখার জন্য নির্বাচিত প্রতিনিধি হয়েছেন। কাজেই আপনারা এলাকায় কেউ ভূমিহীন আছে কি না, তালিকা দেবেন, ঘর আমি করে দেব। কারণ এ দেশের কোনো মানুষ দরিদ্র থাকুক, সেটা চাই না।’

জনগণের কাছে জনপ্রিতিনিধিদের দায়বদ্ধতা আছে, সেকথা মনে রেখেই দায়িত্ব পালনের নব-নির্বাচিত দুই চেয়ারম্যানকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/ইআ

জেলা পরিষদ চেয়ারম্যান টপ নিউজ শপথ গ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর