Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ হাজেরা বেগমের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ১১:৫২

ঢাকা: রাজধানীর মিরপুরের একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হাজেরা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, ‘মিরপুরের ঘটনায় এক নারী মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় ৭০ শতাংশ দগ্ধ নিয়ে এক ছেলে ভর্তি রয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড়ের টিনশেড বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মিরপুরে এসি বিস্ফোরণে নারীসহ দগ্ধ ২

নিহত হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, তারা মিরপুর ১৩ নম্বর নিজেদের টিনসেড বাড়িতে থাকেন। তার স্ত্রী গৃহিণী এবং আরিয়ান তাদের বাসায় গৃহকর্মীর কাজ করে। রাতে তিনি অন্য বাসায় ছিলেন। ভোরে জানতে পারেন বাসায় বিস্ফোরণে তার স্ত্রী ও গৃহকর্মী দগ্ধ হয়েছে। তখন তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

তার ধারণা, বাসায় এসি আছে। এসির গ্যাস থেকে মশার কয়েলের আগুনে এই বিস্ফোরণ হতে পারে।

সারাবাংলা/এসএসআর/এমও

এসি বিস্ফোরণ মিরপুর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর