মিরপুরে এসি বিস্ফোরণে নারীসহ দগ্ধ ২
১৭ ডিসেম্বর ২০২২ ১১:৫৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১২:১৩
ঢাকা: রাজধানীর মিরপুরের একটি বাসায় এসি বিস্ফোরণে নারীসহ দুইজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪)।
হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, তারা মিরপুর ১৩ নম্বর নিজেদের টিনসেড বাড়িতে থাকেন। তার স্ত্রী গৃহিণী এবং আরিয়ান তাদের বাসায় গৃহকর্মীর কাজ করে। রাতে তিনি অন্য বাসায় ছিলেন। ভোরে জানতে পারেন বাসায় বিস্ফোরণে তার স্ত্রী ও গৃহকর্মী দগ্ধ হয়েছে। তখন তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
তার ধারণা, বাসায় এসি আছে। এসির গ্যাস থেকে মশার কয়েলের আগুনে এই বিস্ফোরণ হতে পারে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ এবং আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুই জনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
সারাবাংলা/এসএসআর/ইআ