Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মৃতিসৌধে এবারও বিএনপির নেতাকর্মীদের বিশৃঙ্খল আচরণ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২২ ১৮:১৮

সাভার থেকে: মহান বিজয় দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে এসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফের বিশৃঙ্খল আচরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। তাদের হুড়োহুড়িতে ভেঙে যায় সঙ্গে আনা ফুলের শ্রদ্ধাঞ্জলিও। সেই ভাঙা শ্রদ্ধাঞ্জলিই কোনোরকমে বেদিতে রেখে শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ করে দলটি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময়ও হুড়োহুড়ির ঘটনা ঘটনায় কর্মীরা। তাৎক্ষণিকভাবেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরাও।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা স্মৃতিসৌধ এলাকার বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য গেলে এসব ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা জেলার নেতা সালাউদ্দিন বাবু ও ড. আব্দুল মঈন খান পেছনের নেতাকর্মীদের ধাক্কায় বেদির ওপর ঝুঁকে পড়েন। এ সময় ভেঙে যায় শ্রদ্ধাঞ্জলি।

এদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির শীর্ষ নেতারা অন্যান্য রাজনৈতিক দলের মতোই সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় সামনের দিকে খন্দকার মোশাররফসহ বিএনপির শীর্ষ নেতারা সামনের দিকে ছিলেন, পেছনে নেতাকর্মীরা। টেলিভিশনের ক্যামেরার সামনে নেতারা চলে এলেও বিএনপির কর্মীরা পেছন থেকে ধাক্কা দিতে থাকেন। এতে ক্যামেরার সামনে থাকা সাংবাদিকরা প্রবল চাপের মুখে পড়েন। বিএনপির শীর্ষ নেতারাও চাপে পড়েন। এক পর্যায়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া দেখাতে শুরু করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। প্রায় ধস্তাধস্তিতে বিরক্ত হয়ে কয়েকজন নারী সংবাদকর্মীও ক্ষোভ প্রকাশ করেন।

অপরদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ মিডিয়ায় কথা বলা অবস্থায়ও স্লোগান দেয় বেশ কিছু নেতাকর্মী। এতে বিরক্ত হন গণমাধ্যমকর্মীরা। পরে মোশাররফের বক্তব্য শেষে বিএনপির শীর্ষ এক নেতাকে সাংবাদকর্মীরা হাসতে হাসতে বলেন, ‘নিজের দল সামলাতে পারেন না, দেশ সামলাবেন কিভাবে?’ ওই নেতা তখন বলেন, ‘সেসময় আমাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।’

এমন হুড়োহুড়ির কারণে অনেকেই বিএনপির বক্তব্য রেকর্ড করতে পারেনি। অনলাইন ও ইলেক্ট্রনিক দুই মিডিয়ার ক্ষেত্রেই এমনটি ঘটেছে। এর আগে, গতবছর বিজয় দিবসেও সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খল আচরণ করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিএনপি বিশৃঙ্খল আচরণ স্মৃতিসৌধ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর