Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি পাগল হয়েছে, পাগলকে ঠাণ্ডা করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৩

ফাইল ছবি

ঢাকা: নেতাকর্মীদের আগামী দিনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক ছাড় দিয়েছি। এবার ছেড়ে দেব না। এরা ছাড়বে না। এরা হারানো ময়ূর সিংহাসন ফিরে পেতে পাগল হয়ে গেছে, এই পাগলকে ঠাণ্ডা করতে হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

‘বিএনপির ১০ ডিসেম্বর ভুয়া’, ‘বিএনপির সরকার পতন আন্দোলন ভুয়া’, ‘তারেকের আগমন ভুয়া’ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আমির খসরু সাহেব ওয়াশিংটনে গেছেন, বাংলাদেশের সরকারকে নিষেধাজ্ঞা দিতে তদবির করতে গেছেন। আমির খসরু সাহেব কি পেলেন? যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুনিয়ার ২০টি দেশের ৭০ জন মানুষ এবং এন্ট্রিটিকে নিষেধাজ্ঞা দিয়েছে। এই ২০ দেশের মধ্যে বাংলাদেশ নেই। আমির খসরুর মিশন ব্যর্থ। ১০ ডিসেম্বর যেমন ব্যর্থ, আমির খসরুর মিশনও ব্যর্থ। হতাশ হয়ে পড়েছে। বেপরোয়া ড্রাইভারের মতো রাজনীতির বেপরোয়া ড্রাইভার হচ্ছে এখন বিএনপি। কখন কোথায় দুর্ঘটনা ঘটায়, সেটিই চিন্তার বিষয়।

বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে, এ জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশে বলেন, ‘২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন তারা প্রোগ্রাম দিয়েছে? সেদিন কেন তাদের গণমিছিল? সেদিন কেন তাদের কর্মসূচি জানতে চাই? প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না। ২৪ তারিখ আমরা দুই মাস আগে আমাদের নেত্রী শেখ হাসিনা তারিখ নির্ধারণ করেছেন। গণমিছিলের এ কর্মসূচি সংঘাতের উসকানি দেবে। এখন ১০ তারিখ ব্যর্থ হয়ে ২৪ তারিখে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে বিএনপি।’

বিজ্ঞাপন

বিএনপির চক্রান্ত প্রতিরোধ করতে হবে বলেও জানান তিনি। বিএনপির লুটপাট, দুর্নীতি, ভোট চুরি, হাওয়া ভবন, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে সেই স্লোগানের পুনর্ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীতে পাকিস্তান ছাড়া কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। যে বিদেশি বন্ধুদের কাছে নালিশ করে তারাই বলুন, দুনিয়ার কোথায় তত্ত্বাবধায়ক সরকার আছে, ব্যক্তিক্রম পাকিস্তান ছাড়া। তাহলে আমরা কেন তত্ত্বাবধায়ক টানব। আদালত আদেশ দিয়ে তত্ত্বাবধায়ককে নাকচ করে দিয়েছে। মৃত ইস্যু বিএনপি জীবিত করতে চাইছে বিএনপি, এটি হবে না।’

গণতন্ত্র দুনিয়ার কোনো দেশে ক্রটিমুক্ত গণতন্ত্র নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রেরও ক্রটি আছে। সেই তুলনায় আমরা কত ভালো। শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান। যিনি ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেছেন। বাংলাদেশের ইতিহাসে আর নেই। পঁচাত্তরের পর শেখ হাসিনার আগেও নেই, পরেও নেই, মাঝেও নেই। তিনি একমাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন, আওয়ামী লীগই করেছে।’

বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের দেশনেত্রী খালেদা জিয়াই বলেছেন, তত্ত্বাবধায়ক পাগল আর শিশু ছাড়া কেউ বোঝে না। তাহলে আপনারা কেন বোঝেন না?’

বিএনপির শাসনামলে লোডশেডিংয়ের কারেণে খেলা দেখতে না পরে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-হামলার কথাও তুলে ধরেন। বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে করোনায় ঘুরে দাঁড়িয়েছি। এখন এই বিশ্ব সংকটেও আমরা ঘুরে দাঁড়াব।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ অনেকে।

সারাবাংলা/এনআর/একে

ওবায়দুল কাদের বিএনপি রাজনীতি সরকার পতন আন্দোলন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর